নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সাধারণ ছাত্র পরিষদ এই মানববন্ধন করে। এতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেন।
মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি মিজান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিরুপম কান্ত দাস, এস এম মিজানুর রহমান, নিলয় গোস্বামি, পুলক দাস, অভিরঞ্জন দাস, রাহুল দাস ও জলি আক্তার।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
Leave a Reply