জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন বলেছেন, সরকারের পছন্দে নির্বাচন কমিশন গঠন করা হলে জনগণ রুখে দাঁড়াবে।
তিনি আরও বলেছেন, এ রকম নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন দেশবাসী হতেও দেবে না।
শায়খ জিয়া উদ্দিন খালেদা জিয়ার দেয়া রূপরেখার আলোকে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।
শুক্রবার সকালে মহানগরীর ধোপাদিঘির পূর্বপারে দলীয় কার্যালয়ে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিভিন্ন ইউনিয়ন পরিষদে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী দলের জেলা সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, শামসুদ্দিন, মাওলানা আব্দুস সালাম রশিদী, সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, মাওলানা নূরুর আহমদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা সাইফুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আমীন উদ্দিন, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাহমুদুল হাসান প্রমুখ।
Leave a Reply