নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, সময় এখন মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার। তরণদের মেধায়ই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র বিমোচন সহ উন্নয়নে রোল মডেল হয়ে উঠেছে।
বুধবার বিকেলে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, তরুণ সমাজ মূল চালিকাশক্তি। নারী-পুরুষের অবিস্মরণীয় অবদানে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে।
তিনি গ্রাজুয়েটদেরকে আলোর প্রদীপ হিসেবে আখ্যায়িত করে আশা প্রকাশ করেন, তাদের কাছে জাতি দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।
রাষ্ট্রপতি তাদেরকে স্মরণ করিয়ে দেন, তাদের পিছনে সাধারণ মানুষের অপরিসীম অবদান রয়েছে।
তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর নতুন এই বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশকেও প্রযুক্তি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে হবে। এজন্য প্রয়োজন সংশ্লিষ্ট ক্ষেত্রে নিরন্তর গবেষণা। নিত্যনতুন প্রযুক্তির উদ্ভাবন ও প্রসারের উপরই দেশের সমৃদ্ধি নির্ভর করে ।
সমাবর্তন বক্তা ছিলেন, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড আনোয়ারুল ইসলাম।
Leave a Reply