বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ। সরকার দলের সীমাহীন লুটপাটে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। বারবার বাড়ানো হচ্ছে দ্রব্যমূল্য, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম। জনগণের প্রতিবাদ কর্মসূচিতে নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে।
তিনি আরও বলেছেন, সময় আর বেশি বাকি নেই। সরকারের সকল অপকর্মের বিচার দেশের মাটিতেই হবে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির অস্থায়ী কর্যালয়ে আাগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও মির্জা মো সম্রাট হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপি আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
প্রধান বক্তা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই এ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।
এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, বালাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি গোলাম রাব্বানী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো কোহিনূর আহমদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply