সাংস্কৃতিক প্রতিবেদক : ‘সংস্কৃতির শক্তিতে জেগে ওঠো বাংলাদেশ’ আহ্বানে অনুষ্ঠিত সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সম্মেলনে শামসুল আলম সেলিমকে সভাপতি ও গৌতম চক্রবর্তীকে পুনরায় সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
শামসুল আলম সেলিম গত কয়েক মাস ধরে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার, ১২ মে শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম সেলিম। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক শামসুল আলম সেলিম। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সুনির্মল কুমার মীন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, নাজনীন হোসেন, আল আজাদ, মোকাদ্দেস বাবুল ও সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন। সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক সুকান্ত গুপ্ত।
উদ্বোধন পর্ব শেষে সকাল সাড়ে ১০টায় মহড়া কক্ষে বসে সাংগঠনিক অধিবেশন। শামসুল আলম সেলিমের সভাপতিত্বে এতে শোক প্রস্তাব উত্থাপন ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন গৌতম চক্রবর্তী। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক নীলাঞ্জন দাস টুকু। গঠনতান্ত্রিক সংশোধনী ও সংযোজনী প্রস্তাব উপস্থাপন করেন গঠনতন্ত্র সংশোধন ও সংযোজন কমিটির আহ্বায়ক আল আজাদ এবং সদস্য নিরঞ্জন দে যাদু ও বিপ্রদাস ভট্টাচার্য। মুক্ত আলোচনায় অংশ নেন, বিভাস শ্যাম যাদন, শামসুল বাসিত শেরো, আব্দুল কাইয়ুম মুকুল, হুমায়ুন কবীর জুয়েল, রজত কান্তি গুপ্ত, অপূর্ব শর্মা, জ্যোতি ভট্টাচার্য, রবি কিরণ সিংহ, মোহাম্মদ কামাল প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পরিষদ ও নির্বাহী পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদ : বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, কণ্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস, কণ্ঠশিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন ও সাংবাদিক আল আজাদ। নির্বাহী পরিষদ আরও এক বা একাধিক জনকে অন্তর্ভুক্ত করবে।
নির্বাহী পরিষদ : সভাপতি শামসুল আলম সেলিম, সহসভাপতি মোকাদ্দেস বাবুল, বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, শামসুল বাসিত শেরো, বিপ্রদাশ ভট্টাচার্য ও সুরাইয়া জামান, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সহসাধারণ সম্পাদক অনিমেষ বিজয় চৌধুরী রাজু ও সুকান্ত গুপ্ত, সাংগঠনিক সম্পাদক নীলাঞ্জনা দাস জুঁই, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অনি, প্রচার সম্পাদক খোকন ফকির, প্রকাশনা সম্পাদক নাজমা পারভীন, পাঠাগার সম্পাদক মুক্তা পাল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পরাগ রেনু দেব, অর্থ সম্পাদক বিপ্লব শ্যাম পুরকায়স্থ, নির্বাহী সদস্য বিধূভুষণ ভট্টাচার্য, রানা কুমার সিনহা, প্রতীক এন্দ, রজত কান্তি গুপ্ত ও অপূর্ব শর্মা।
Leave a Reply