নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় সমাজে বিরাজমান সকল সমস্যার সমাধান করতে হবে।
মঙ্গলবার সকালে সিলেটে ‘শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশাবলী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির গার্লস এডভোকেসি এলায়েন্স প্রকল্প, সিলেট শাখা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, মানুষের মন থেকে আবেগ কমে যাচ্ছে। কমে যাচ্ছে ধৈর্য্য শক্তি। তাই অস্থিরতা বেড়ে যাচ্ছে।
তিনি বলেন, সব ধর্মই নারীকে সুমহান মর্যাদা দিয়েছে। নারীকে পরিবার ও সমাজের নেতৃত্ব নিতে হবে।
যৌন হয়রানি বন্ধে কঠোর আইন প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি তিনি সকল ক্ষেত্রে সতর্কতা বাড়ানোর পরামর্শ দেন।
আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন, আয়োজক সংগঠনের পরিচালক অ্যাডভোকেট তৌহিদা খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার। আলোচনায় অংশ নেন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম, এনজিও ব্যক্তিত্ব এ টি এম বদরুল ইসলাম, ব্লাস্টের সমন্বয়ক অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, এপিপি অ্যাডভোকেট বেলাল উদ্দিন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, দৈনিক সিলেটের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক আনাস হাবিব কলিন্স, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক হুমায়ুন কবির, নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক আবুল হাসনাত ইবনে আবেদীন, কোতয়ালি মডেল থানার এসআই রিংকু রানী দাস, অ্যাডভোকেট সুশীল চন্দ্র দাস, অ্যাডভোকেট ঝরনা বেগম, নারী মুক্তি সংসদের জেলা সভাপতি ইন্দ্রানী সেন, একডোর সমন্বয়কারী নোংপকলৈ সিনহা, এফআইভিডিবির প্রকল্প কর্মকর্তা মরিয়ম বেগম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা খান ঊর্মি, পল্টু কুমার রায়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী দিতি মনি সিনহা, মুনিয়াজ সরকার মিতু ও নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী তায়্যিবা তাসরিফ।
আলোচকরা নারীর প্রতি যৌন হয়রানি বন্ধে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের দাবির পক্ষে সমর্থন জানান।
Leave a Reply