সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারই প্রথম তিন দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত শুরু হচ্ছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মহানগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে নাট্যোৎসবের উদ্বোধন করা হবে।
বিকাল ৪টায় আনন্দ শোভাযাত্রা বের করা হবে। সাড়ে ৪টায় মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে পথনাটক, আবৃত্তি, নৃত্য ও গণসংগীত পরিবেশিত হবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়ামের মূলমঞ্চে প্রদর্শিত হবে মঞ্চনাটক।
উদ্বোধনী দিন সন্ধ্যায় থিয়েটার সিলেট মঞ্চস্থ করবে নাটক ‘উজানে মৃত্যু’। ২১শে সেপ্টেম্বর নবশিখা নাট্যদল মঞ্চস্থ করবে নাটক ‘সাত কন্যার কাহান’। ২২শে সেপ্টেম্বর উৎসবের সমাপনী দিন সন্ধ্যা ৭টায় নাট্যমঞ্চ মঞ্চস্থ করবে নাটক ‘সুখের খুজে সুখলাল’।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে উৎসবে সকলের সপ্রাণ উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply