সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ শুধু বিএনপি কিংবা বিরোধী মতের মানুষদেরই নির্যাতন করছেনা, তাদের নির্যাতনে দেশের কৃষক, শ্রমিক, জনতা-সবাই অতিষ্ঠ। কৃষকরা ফসল ফলানোর জন্য সার পাচ্ছেনা, বীজ পাচ্ছেনা, ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে সেচে জমিতে পানি দিতে পারছে না।
তিনি আরও বলেছেন, ‘আমরা বীরের জাতি। ১৯৭১ সালে যেভাবে এদেশের সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছিল, ঠিক সেভাবেই সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে আন্দোলন-সংগ্রামে শরিক হয়ে এই জালিম সরকারের পতন নিশ্চিত করতে হবে।’
শুক্রবার সন্ধ্যায় ফেঞ্জুগঞ্জ উপজেলা কৃষক দলের নতুন কমিটির পরিচিতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট জেলা কৃষক দলের আহবায়ক শহিদ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলের সঞ্চালনায় এতে সম্মানিত অতিথির হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি ও সাধারণ সম্পাদক তসিলম আহমদ নেহার। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply