মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এ সম্ভাবনাময় দেশের সম্ভাবনাময় প্রজন্ম হচ্ছে কৃতী শিক্ষার্থীরা। তারা সঠিক পথে হাঁটলেই এ দেশ নতুন রাস্তা খুঁজে পাবে।
দৈনিক প্রথম আলোর উদ্যোগে হবিগঞ্জের ৯ উপজেলার উচ্চবিদ্যালয়গুলো থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শনিবার সকালে হবিগঞ্জ শহরের বসন্ত কুমারী-গোপাল চন্দ্র (বিকেজিসি) সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন হবিগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। প্রথম পর্বে ছিল অতিথিদের বক্তব্য। দ্বিতীয় পর্বে ছিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে কৃতী শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট, উপহার ও সকালের নাশতা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাহান আরা খাতুন, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, বসন্ত কুমারী-গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আবদুল কবির, প্রথম আলোর মানবসম্পদ বিভাগের প্রধান শামীম খান ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক এ বি এম খায়রুল কবির। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply