সুবর্ণা হামিদ : সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের বৃহত্তম সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের মাসিক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, সম্প্রীতি বাঙালি জাতিস্বত্বার অন্যতম বৈশিষ্ট। মহান মুক্তিযুদ্ধের অন্যতম হাতিয়ার ছিল সম্প্রীতি; কিন্তু পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে সর্বক্ষেত্রে সম্প্রীতি বিনষ্টের পায়তারা শুরু হয়, যার ফলশ্রুতিতে তা এখন তলানিতে এসে ঠেকেছে।
শুক্রবার রাতে মহানগরীর বারুতখানায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ‘সম্প্রীতি ও সাংবাদিকতা’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, সম্প্রীতির মেলবন্ধন থেকে আমরা ক্রমেই দূরে সরে যাচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা আমাদেরকে প্রচণ্ড নাড়া দেয়; কিন্তু অন্যান্য ক্ষেত্র দৃষ্টির আড়ালে থেকে যাচ্ছে। মানুষ হিসেবে-বাঙালি হিসেবে আমাদের সম্প্রীতির যে অনন্য দৃষ্টান্ত আছে তাও ধরে রাখতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ব্যাহত করতেই পরিকল্পিতভাবে সেই পুরনো চক্রটি বারবার মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাতে অপচেষ্টা চালাচ্ছে।
অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, অসাম্প্রদায়িক চেতনায় প্রতিষ্ঠিত দেশে এখনও সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলতে হয়।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন, সিলেটে জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। স্বাগত বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি মঈন উদ্দিন মন্জু, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বিভাগীয় সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, উইমেন জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা হাসিনা বেগম চৌধুরী ও জালালাবাদ লিভার ট্রাস্টের ট্রাস্টি ও ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন শেখ। এছাড়াও বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ইউএনবির সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসিন ও সিলেট প্রতিদিন ডটকম সম্পাদক সাজলু লস্কর।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, আমরা পদ্মা সেতু বানিয়েছি; কিন্তু আমাদের পারস্পরিক সকল ধরনের সম্প্রীতির সেতু ভেঙ্গে গেছে। তাই আমাদেরকে নতুন করে তা তৈরি করতে হবে।
তিনি বলেন, উপাসনালয়ে হামলা, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, শিক্ষক অপদস্ত ও গুজব রটনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছেনা বলেই এসব অপকর্ম বেড়েই চলেছে।
জালালাবাদ লিভার ট্রাস্টের ট্রাস্টি ও ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন শেখ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই ধর্মব্যবসায়ীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে। তাই সকলকে সজাগ থাকতে হবে।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু বলেন, একটি চক্র উস্কানি দিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সাম্প্রদায়িকতার দাবানল ছড়ানোর চেষ্টা করছে।
ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি মঈন উদ্দিন মন্জু বলেন, সাংবাদিকদের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় আরও বেশি দায়িত্বশীল হতে হবে।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বিভাগীয় সভাপতি শেখ আশরাফুল আলম নাসির বলেন, সাম্প্রদায়িক চক্রকে প্রতিহত করেই সম্প্রীতির ধারাকে অব্যাহত রাখতে হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী বলেন, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর পাশাপাশি শিক্ষকদেরকে নির্যাতন করা হচ্ছে। সমাজের জন্যে এর চেয়ে খারাপ কাজ আর কি হতে। অথচ সুষ্ঠু বিচার হচ্ছেনা।
উইমেন জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা হাসিনা বেগম চৌধুরী পরিবার থেকে সম্প্রীতির শিক্ষা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী বলেন, দিনে দিনে পরিস্থিতি জটিল হচ্ছে। এখনই রুখতে না পারলে পরিণতি ভয়াবহ হতে পারে। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হলেও মানসিকভাবে আমরা এখনও পিছিয়ে। তাই আমাদেরকে নতুন করে ভাবতে হবে।
সাবেক সাধারণ সম্পাদক, সিলেট ভিউ টোয়েন্টিফোর সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল ক্ষমতায়। অথচ এখনও ধর্ম যার যার উৎসব সবার-এ বিষয়টির ব্যাখ্যা দিতে হয়। এই ক্রান্তিলগ্নে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন, কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, আবুল মোহাম্মদ, সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাদিকুর রহমান সাকী, আশরাফ চৌধুরী রাজু, মোকলেছুর রহমান, নূরুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসিলাম, এম আর টুনু তালুকদার, রবি কিরণ সিংহ, রনজিত কুমার সিংহ, অমিতা সিনহা, রাজীব রাসেল, আহমেদ জামিল, মুহাজিরুল ইসলাম রাহাত, আহমেদ শাহীন, ইয়াহইয়া মারুফ, বাপ্পা মৈত্র ও উইমেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ।
Leave a Reply