সাংস্কৃতিক প্রতিবেদক : অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের উন্নয়ন ধারার সঙ্গে সমন্বয় রেখে সম্প্রীতির বহমান ধারাকে আরও মজবুত করার আহ্বান জানিয়ে সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘সম্প্রীতির দেশ-আমার বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
শনিবার, ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রায় আড়াই ঘণ্টার এই প্রাণবন্ত অনুষ্ঠানে ছিল নীলাঞ্জনা জুঁইয়ের নির্দেশনায় নৃত্য, মোকাদ্দেস বাবুলের নির্দেশনায় এবং নাজমা পারভীন ও সুকান্ত গুপ্তের সহযোগিতায় কবিতা আবৃত্তি, প্রতীক এন্দ ও অনিমেষ বিজয় চৌধুরীর পরিচালনায় সংগীত পরিবেশনা ও হুমায়ুন কবির জুয়েলের নির্দেশনায় নাটক মঞ্চায়ন।
এর আগে উদ্বোধন পর্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রা্খেন সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা আল আজাদ, জ্যেষ্ঠ সহসভাপতি মোকাদ্দেস বাবুল, সহসভাপতি শামসুল বাসিত শেরো, নির্বাহী সদস্য রানা কুমার সিনহা ও বিধুভূষণ ভট্টাচার্য। সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক সুকান্ত গুপ্ত।
বক্তারা বলেন, বাংলাদেশে উন্নয়ন অভিযাত্রা ব্যাহত ও সম্প্রীতি নস্যাৎ করতে একাত্তরে পরাজিত দেশী-বিদেশী শত্রুরা একের পর এক চক্রান্ত করছে। তাই সাবধান থাকতে হবে।
তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্যে এক কঠিন পরীক্ষা। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রাষ্ট্রক্ষমতায় না রাখলে আবারও বাঙালি জাতির অহংকারের সম্প্রীতি নষ্ট হয়ে যাবে।
সাংস্কৃতিক নেতৃবৃন্দ ঘোষণা করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটসহ সারা দেশে সম্প্রীতির সুমহান বার্তা নিয়ে সংস্কৃতিকর্মী ঘরে ঘরে যাবেন।
Leave a Reply