শ্রীকান্ত পাল, জকিগঞ্জ : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন।
তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-অর্থাৎ সকল ধর্মের, সকল গোত্রের মানুষ অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনে মহান মুক্তিযুদ্ধে ঝঁপিয়ে পড়েছিলেন। ত্রিশ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছিলেন, সকলে ত্যাগ স্বীকার করেছিলেন সবাই মিলে সম্প্রীতির মাধ্যমে বসবাস করার জন্য; কিন্তু ধর্মীয় বিভাজন সৃষ্টি করে, গুজব রটিয়ে একটি চক্র সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়। এই চক্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকবে হবে।
বিভাগীয় কমিশনার বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের কোন স্থান নেই। ইসলামসহ সকল ধর্ম অন্য ধর্মকে সম্মান দিতে শিখিয়েছে।
বুধবার সকালে জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সম্প্রীতি সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছিলেন।
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জকিগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে। জেলা প্রশাসক মো মজিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর ছবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আহাদ, প্রাণীসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, ইছামতি দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ শিহাবুর রহমান চৌধুরী, গণিপুর কামালগঞ্জ স্কুল ও কলেজের অধ্যক্ষ আজির উদ্দিন, জকিগঞ্জ থানার ওসি মোশারফর হোসেন, মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মো রায়হান, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপ্তাব আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, আওয়ামী লীগ নেতা এম এ জি বাবর, পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, সহসভাপতি সজল কুমার বর্মণ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, জ্যোতিষ চন্দ্র পাল প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন, দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে। এ জন্যে কাজ করতে জাতি-ধর্ম নির্বিশেষে একসঙ্গে। কেউ রাষ্ট্রকে অস্থিতিশীল ও সমাজে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করলে পুলিশ জনগণকে নিয়ে অশুভ চক্রকে পরাজিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান-সকলের। ‘সংখ্যালঘু’ এই শব্দটি শুনতে চাই না। একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতি-ধর্ম নির্বিশেষ সকল মানুষ আত্মত্যাগ করেছে। সুখী, সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেন, আমরা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এ জন্যে আমাদের সকলকে কাজ করতে হবে। অসাম্প্রদায়িক চেতনা আমাদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রেরণা জোগায়।
Leave a Reply