সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপ নিচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে কৃষিতে বিপ্লব সাধিত হয়েছে। কৃষি ও কৃষকদের জন্যে আওয়ামী লীগ সবসময় আন্তরিকতা নিয়ে কাজ করে। কৃষকদের দুঃসময়ে আওয়ামী লীগই পাশে দাঁড়ায়। কৃষকদের কল্যাণে ও দেশের কৃষিকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়েই কৃষক লীগ কাজ করছে। সকল ষড়যন্ত্রের মোকাবেলায় বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে মিলেমিশে কাজ করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা কৃষক লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা কৃষক লীগের সহসভাপতি খলকু মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আহমদুর রবের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, স্বাস্থ্য সম্পাদক ডা শাকির আহমদ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম করিম।
এছাড়াও জেলা কৃষক লীগ নেতৃবৃন্দের মধ্যে সার্জেন্ট আবুল হোসেন, শামীম কবির, সাইয়ূম বখত, রফিকুল ইসলাম রফু, আংগুর মিয়া, ইমরান খান রায়হান, ডা বাহার উদ্দিন, অ্যাডভোকেট মো ইয়াহইয়া, সিরাজুর রহমান, খসরু নোমান, বদরুল আলম, অ্যাডভোকেট এম এ রহিম প্রমুখ বক্তব্য দেন।
এর আগে দুপুরে সিলেট জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা কৃষক লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply