নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। এ ঐতিহ্য ধরে রাখতে হবে।
তিনি আরো বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণ পূজা উদযাপনের প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সমিম্মিত প্রচেষ্টায় অবশ্যই সিলেটে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা উদযাপনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’
সিসিক প্রশাসক পূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিভিন্ন সড়ক বিশেষ করে মণ্ডপ এলাকা আলোকিত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও রাস্তাঘাটের প্রয়োজনীয় সংস্কারসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
কোনো ধরনের গুজবে কান না দিয়ে যেকোনো প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পূজামণ্ডপ সংশ্লিষ্টদের প্রতি তিনি অনুরোধ জানান।
মঙ্গলবার, ১ অক্টোবর দুপুরে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নগরভবনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও মহানগরীর পূজা কমিটিগুলোর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো ইফতেখার আহমেদ চৌধুরী, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, মহানগর সভাপতি প্রদীপ কুমার দেব ও সাধারণ সম্পাদক চন্দন দাশ।
এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব মো আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল (অব) মোহাম্মদ একলিম আবদীন, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ এবং শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহানগরীর ৭৭টি পূজামণ্ডপকে ৩০ হাজার টাকা করে অনুদান প্র্রদান করা হয়।