সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বাউলরা তথ্য নির্ভর গান করেন। সমাজ বিনির্মাণে তাদেরও অবদান রয়েছে।
তিনি আরও বলেছেন, বর্তমান সরকার বাউলদের কল্যাণে আন্তরিক বলেই বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।
সোমবার রাতে মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমিতে বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের উদ্যোগে মকদ্দস আলম উদাসী, বাউল শিল্পী মোস্তফা মিয়া ও বাউল তাসলিমা রহমান মায়া রানি স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেলের সভাপতিত্বে এবং যুগ্মসাধারণ সম্পাদক গীতিকার হাবিবুর রহমান হাবিব ও প্রচার সম্পাদক গীতিকার এম তছির আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক হুমায়ুন আহমদ ও জগন্নাথপুর কার্লচারাল ফোরাম ইউকের সাধারণ সম্পাদক শাহ টিনু মিয়া।
আরও বক্তব্য রাখেন ক্বারি আমির উদ্দিন সাংস্কৃতিক পরিষদের সভাপতি মুজিব মালদার, বাউল চন্দ মিয়া, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সহসভাপতি বাউল লাল মিয়া, কালা মিয়া, বাউল সূর্যলাল দাস, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাউল শাহজাহান সিরাজ, বাউল মিনারা বেগম, রেহানা বেগম, বাউল হারুন, এম মুজিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী গীতিকবি শাহ দিলওয়ার আলী, বাউল এখলাছ আজাদ, বাউল জি এস বশর, নাছির উদ্দিন, বিরহী রাজু প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দেলওয়ার হোসেন দিলাল। পরে তবারক বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply