নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে সমাজসেবা অধিদফতরের কার্যক্রম বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সিলেট সার্কিট হাউসে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার, উপ পরিচালক আব্দুর রফিক, সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব আসিফ আহসান, সমাজসেবা অধিদফতরের মহাব্যবস্থাপক রাশেদুজ্জামান চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ সুনামগঞ্জের উপ পরিচালক সুচিত্রা রায়, মৌলভীবাজারের উপ পরিচালক আদিল মোস্তাকীম ও হবিগঞ্জের উপ পরিচালক হাবিবুর রহমান।
সেমিনারে সিলেট বিভাগের সমাজসেবা অধিফতরের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সমস্যা, সংকট ও সম্ভাবনা সম্পর্কে সমাজকল্যাণ মন্ত্রীকে অবহিত করা হয়।
Leave a Reply