মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেছেন, শিক্ষার্থীদের দক্ষতা ও মানবিক গুণাবলী অর্জন করতে হবে।
তিনি আরও বলেছেন, সাম্প্রতিককালে অনেক শিক্ষার্থীকে কেবল নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। পরার্থপরতা মানব জীবনের ব্রত হওয়া উচিত। সেই লক্ষ্যে ১শ ১৫ বছর আগে স্কাউট আন্দোলনের সূচনা হয়েছিল, যা এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক নিরাপত্তা সংকট মোকাবেলায় স্কাউট আন্দোলনের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের কেবল দক্ষতা অর্জন করে নিজের জন্য সমাজে প্রতিষ্ঠিত হলে চলবেনা। দক্ষতার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে সমাজ ও মানব উন্নয়ন এবং সেবার লক্ষ্যে আজীবন কাজ করে যেতে হবে।
উপাচার্য বলেন, রোভার স্কাউটের একজন সদস্য হিসেবে সময়ানুবর্তিতা, ন্যায়পরায়ণতা, নিয়মানুবর্তিতার যে শিক্ষা অর্জিত হয় তা সারাজীবন ধরে রাখতে হবে।
শনিবার, ১৪ অক্টোবর রাত ৮টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের ৬ষ্ঠ বার্ষিক তাঁবুবাসের মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
রোভার স্কাউট লিডার অর্থনীতি বিভাগের প্রভাষক মো আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড মোহাম্মদ জামাল উদ্দিন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল মুকিত, সিলেট জেলা স্কাউটের সম্পাদক মোবাশ্বির আলী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মাহফুজুল হাসান, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply