আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতির উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে নারী শিক্ষার আরো প্রসার ঘটাতে হবে। কারণ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে নারী শিক্ষার উন্নয়ন অপরিহার্য। বর্তমান সরকার সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে।
রবিবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের ভবন নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের প্রান্তিক অঞ্চলে নারী শিক্ষার প্রসারে এই উদ্যোগের জন্যে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকলকে বিশেষ করে আয়ারল্যান্ড প্রবাসী মোহাম্মদ সাইফুর রহমান বাবলুকে ধন্যবাদ জানান।
লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের উদ্যোক্তা সাইফুর রহমান বাবলু ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে আশা প্রকাশ করেন, এই শিক্ষা প্রতিষ্ঠান বিয়ানীবাজার উপজেলায় নারী শিক্ষার উন্নয়নে অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, ইউপি সদস্য মনিরুজ্জামান মনির, আবদুল বাছিত, গৌছ উদ্দিন, ফখরুল আলম চৌধুরী, জিয়াউল বারী চৌধুরী সায়নু, মাওলানা ইউসুফ আহমদ খাদিমানি, মোহাম্মদ মাহতাব খাঁ, প্রকৌশলী নিজাম উদ্দিন খাঁ, রোমান আহমদ, রাশেদুল ইসলাম চৌধুরী, সুমন আহমদ, রেকন চৌধুরী, রেহান আহমদ ও এনাম আহমদ।
Leave a Reply