বিশেষ প্রতিবেদক : সিলেটে দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের সহ সভাপতি ইমরান আহমদের উপর সন্ত্রাসী হামলার তিন মাস পেরিয়ে গেলেও পুলিশ হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি।
ঐ হামলার ঘটনায় কোতয়ালি থানায় ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে মামলা হয়েছিল। এরপর পুলিশের পক্ষ থেকে ‘তদন্ত চলছে’ বলে দাবি করা হলেও দীর্ঘ এই সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তা হামলায় গুরুতর আহত ইমরান আহমদ বা মামলার বাদির বক্তব্য নেননি।
আসামিদের গ্রেফতার ও তদন্তে পুলিশের রহস্যজনক গাফিলতির সুযোগে আসামিদের কয়েকজন ইতোমধ্যে আদালত থেকে জামিন নিয়ে বাদি ও হামলার শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হুমকি দিচ্ছে। এনিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি রাজ কুমার দাস ও সাধারণ সম্পাদক সুব্রত বসু দ্রুত আসামিদের গ্রেফতারে পুলিশি উদ্যোগ কামনা করেছেন।
এ বছরের ২৮শে জুন রাতে মহানগরীর মুন্সিপাড়ায় বেসরকারি ক্লিনিক গ্রামীণ হসপিটালে একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় সেখানে কর্তব্যরত ইমরান আহমদ ক্লিনিকের রোগী ও তাদের স্বজনদের রক্ষায় হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলে সন্ত্রসীরা তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে সুস্থ হলেও ইমরান আহমদের বাম হাতের কার্যকারিতা অর্ধেক হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ হামলার ঘটনায় ২রা জুলাই গ্রামীণ হসপিটালের সুপারভাইজার মোশাহিদ আলী বাদি হয়ে এলাকার শফিক মিয়া, তার তিন ছেলে শুক্কুর আহমদ, শরীফ আহমদ ও আরিফ আহমদ, শফিক মিয়ার মালিকানাধীন কলোনির বাসিন্দা শুভ আহমদ ও মৃত ইসহাক আলীর ছেলে সৈয়দ ওয়াকিলের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে মামলা করেন।
Leave a Reply