হবিগঞ্জ প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হবে। ঝুঁকিপূর্ণ নদীর বাঁধে দেওয়া হবে গার্ডওয়াল। নদী রক্ষা প্রকল্প দ্রুত বাস্তবায়নেও কাজ চলছে।
শনিবার সকালে হবিগঞ্জের নতুন ও পুরাতন খোয়াই নদী প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন, সংসদ সদস্য দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
Leave a Reply