নিজস্ব প্রতিবেদক : ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সিলেটে ২৬তম আন্তর্জাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সিলেট কর্মরত বেসরকারি সংগঠন সমূহের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শোভাযাত্রাটি কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এছাড়াও অংশ নেন, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, অতিরিক্ত জেলা হাকিম আব্দুল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ ও সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী।
পরে আলোচনা সভা ও প্রতিবন্ধী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply