সুনামগঞ্জ প্রতিনিধি : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, দেশটা আমাদের সবার। দেশকে এগিয়ে নিতে হবে আমাদেরকেই। আমরা সবাই মিলে দেশ থেকে দারিদ্র, সামাজিক অনাচার, বিশৃংখলা ও মাদক দূর করবো।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার মাদকবিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, র্যাব-৯ অধিনায়ক লে কর্নেল আলী হায়দার আজাদ আহমদ, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান, ২৮ বিজিবির কমান্ডিং অফিসার লে কর্নেল এস এম আবুল ফয়সল ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হারুন অর রশিদ।
Leave a Reply