সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন বলেছেন, পথচারী, ব্যবসায়ী ও শ্রমিকসহ সবার এবং সবদিক বিবেচনা করে বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল স্বাভাবিক করা প্রয়োজন।
এ ব্যাপারে সিসিকের মাসিক সভায় মেয়রের সঙ্গে আলোচনা করবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
তিনি আরো বলেছেন, শুধু রিক্সা কেন, বন্ধ করতে হলে সব ধরনের সর্ভিস গাড়ি এ সড়ক দিয়ে বন্ধ করে সিসিকের নিজস্ব গাড়ি চালু করে নগরবাসীকে ঠিক আগের মত যাতায়াতের সুযোগ করে দেওয়া উচিৎ।
বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলিতে কাউন্সিলর কার্যালয়ে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করলে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো আবু বকর সিদ্দিক, শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনাই, আমিনুল ইসলাম, মিজানুর রহমান মোল্লা, আব্দুস সোবহান, দীন ইসলাম, এমদাদুল হক আব্দুল্লাহ, জুনেদ আহমেদ, সুমন আহমদ, জাকারিয়া, কামাল আহমদ, মোবারক আলী, আবুল কাসেম, কুরবান আলী, রেনু মিয়া, আলমগীর হোসেন সালমান, বাহার উদ্দিন, লাল মিয়া ও হাবিবুর রহমান।
Leave a Reply