নিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, বিশ্বে সবচেয়ে বড় মানবাধিকার লংঘনের ঘটনা ঘটে ১৯৭১ সালে বাংলাদেশে। অথচ এই অপরাধের সাথে জড়িতদের যাতে মৃত্যুদণ্ড না হয় সেজন্যে অনেক দেশ চাপ প্রয়োগ করেছিল; কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই চাপের কাছে নতি স্বীকার করেনি। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে-হবে। সাজাও কার্যকর হয়েছে। আগামীদিনেও হবে।
শনিবার সকালে সিলেটে জেলা প্রশাসনের সভাকক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত শিশু অধিকার বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ইউএনডিপির সহযোগিতায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী কোন কিছু বাংলাদেশ সমর্থন করবেনা।
তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত শিশুবান্ধব। তাই ১৯৭৪ সালেই দেশে শিশু অধিকার নিশ্চিত করে সুন্দর একটি আইন করেছিলেন।
২০১৩ সালের আইনটিও শিশুদের জন্যে অত্যন্ত কল্যাণকর বলে তিনি উল্লেখ করেন।
তিনি থানা সহ সবখানে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের ব্যাপারে সবাইকে আরো সচেতন হতে হবে।
মানবাধিকার কমিশন চেয়ারম্যান জানান, সরকার শিশু কমিশন গঠনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
মানবাধিকার রক্ষায় তিনি পুলিশের লোকবল বৃদ্ধি ও আরো প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি উল্লেখ করেন, জাতীয় মানবাধিকার কমিশন দেশের ধর্মীয় সংখ্যালঘুদের জন্যেও কাজ করছে।
কাজী রিয়াজুল হক বলেছেন, দেশে সামাজিক অস্থিরতা চলছে। এর কারণ খুঁজতে হবে। আসতে হবে বেরিয়ে। পাশাপাশি সামাজিক মূল্যবোধও ধরে রাখতে হবে।
পরামর্শ সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও পুলিশ সুপার মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের উপ পরিচালক রবিউল ইসলাম। আলোচনা করেন, ইউএনডিপির চিফ টেকনিক্যাল এডভাইজার শারমিলা রাসুল ও নেপালের গভর্নমেন্ট ফোর্টফলিও ফরমুলেশন এডভাইজার ইয়াম নাম শর্মা। এছাড়াও অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহীন, সমাজসেবা প্রভেশন অফিসার তমির হোসেন চৌধুরী, কবি মুহিত চৌধুরী প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন।
Leave a Reply