JUST NEWS
TODAY IS THE GREAT INDEPENDENCE DAY OF BANGLADESH
সংবাদ সংক্ষেপ
রিক্সা শ্রমিক ইউনিয়ন সুবিদবাজার শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেটের সভা অনুষ্ঠিত একাত্তরের কালরাত্রি স্মরণে সিলেটে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালিত আজ মহান স্বাধীনতা দিবস || বাঙালি জাতির পরাধীনতার শেকল ভাঙার লড়াই শুরুর দিন স্বাধীনতা দিবসে জেলা বিএনপি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে শহিদমিনারে মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর ফ্রি খৎনা ক্যাম্প কুদরত উল্লাহ মসজিদে সহীহ কুরআন শিক্ষা কোর্সের উদ্বোধন সুনামগঞ্জে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ সম্মেলন অনুষ্ঠিত শান্তিগঞ্জের টাইলা গ্রামের হরিতলায় হরিনাম সংকীর্তন উৎসব সমাপ্ত হবিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করেছে জেলা প্রশাসন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে গণহত্যা দিবস পালিত একাত্তরে বাংলাদেশে গণহত্যায় জড়িতদের কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক বানিয়াচংয়ে পাওনা টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা || মরদেহ গুমের চেষ্টা || একজন আটক ব্রাহ্মণবাড়ীয়া রেল স্টেশন থেকে পৌণে ১৫ লাখ পিস নিষিদ্ধ আতশবাজি আটক করেছে র‌্যাব ৯ শহিদমিনারে সিলেট মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলি নিবেদন প্রথম প্রহরে শিক্ষার্থীদের অনুকরণ না করে নতুন কিছু উদ্ভাবন করতে হবে : ড জহিরুল হক

মানবাধিকার লংঘনের সবচেয়ে বড় ঘটনা ঘটে একাত্তরে বাংলাদেশে

  • শনিবার, ১৫ জুলাই, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, বিশ্বে সবচেয়ে বড় মানবাধিকার লংঘনের ঘটনা ঘটে ১৯৭১ সালে বাংলাদেশে। অথচ এই অপরাধের সাথে জড়িতদের যাতে মৃত্যুদণ্ড না হয় সেজন্যে অনেক দেশ চাপ প্রয়োগ করেছিল; কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই চাপের কাছে নতি স্বীকার করেনি। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে-হবে। সাজাও কার্যকর হয়েছে। আগামীদিনেও হবে।
শনিবার সকালে সিলেটে জেলা প্রশাসনের সভাকক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত শিশু অধিকার বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ইউএনডিপির সহযোগিতায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী কোন কিছু বাংলাদেশ সমর্থন করবেনা।
তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত শিশুবান্ধব। তাই ১৯৭৪ সালেই দেশে শিশু অধিকার নিশ্চিত করে সুন্দর একটি আইন করেছিলেন।
২০১৩ সালের আইনটিও শিশুদের জন্যে অত্যন্ত কল্যাণকর বলে তিনি উল্লেখ করেন।
তিনি থানা সহ সবখানে শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের ব্যাপারে সবাইকে আরো সচেতন হতে হবে।
মানবাধিকার কমিশন চেয়ারম্যান জানান, সরকার শিশু কমিশন গঠনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
মানবাধিকার রক্ষায় তিনি পুলিশের লোকবল বৃদ্ধি ও আরো প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি উল্লেখ করেন, জাতীয় মানবাধিকার কমিশন দেশের ধর্মীয় সংখ্যালঘুদের জন্যেও কাজ করছে।
কাজী রিয়াজুল হক বলেছেন, দেশে সামাজিক অস্থিরতা চলছে। এর কারণ খুঁজতে হবে। আসতে হবে বেরিয়ে। পাশাপাশি সামাজিক মূল্যবোধও ধরে রাখতে হবে।
পরামর্শ সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও পুলিশ সুপার মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের উপ পরিচালক রবিউল ইসলাম। আলোচনা করেন, ইউএনডিপির চিফ টেকনিক্যাল এডভাইজার শারমিলা রাসুল ও নেপালের গভর্নমেন্ট ফোর্টফলিও ফরমুলেশন এডভাইজার ইয়াম নাম শর্মা। এছাড়াও অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহীন, সমাজসেবা প্রভেশন অফিসার তমির হোসেন চৌধুরী, কবি মুহিত চৌধুরী প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest