‘করবো বীমা গড়বো দেশ-উন্নয়নের বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে সিলেটে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিলেট বিভাগীয় বার্ষিক সম্মেলন ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার। সভাপতিত্ব করেন, জেনারেল ম্যানেজার মো রাশেদুল ইসলাম। আঞ্চলিক সমন্বয়কারী এম এ ওয়াদুদ আল মামুনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, আঞ্চলিক সমন্বয়কারী অশোক কুমার দেব, আঙ্গুর আলী, আহমদ আলী, জেলা সমন্বয়কারী শেখ হাবিবুর রহমান, ফারুক আহমদ, আসলাম হোসেন ও কাজী রুহুল আমিন সুজাত। পবিত্র কোরআন থেকে তেলওয়াত আব্দুল খালেদ।
বার্ষিক সম্মেলন ও ব্যবসা উন্নয়ন সভায় প্রায় ১০০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply