নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড জাবেদ পাটোয়ারী বলেছেন, উন্নয়নের পথে প্রধান বাধা জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় এনেছি। বাংলাদেশে রুখে দিয়েছি সন্ত্রাস ও জঙ্গিবাদকে, মাদককেও রুখতে পারবো।
শনিবার বিকেলে সিলেট পুলিশ লাইনসে জেলা পুলিশ আয়োজিত ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী’ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আইজিপি জনতার শক্তি অনেক বড় উল্লেখ করে বলেন, এই শক্তি পাশে ছিল বলে ২০১৩, ১৪, ১৫ ও ১৬ সালে সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখে দিতে পেরেছি।
সমাবেশে সভাপতিত্ব করেন, সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, আশফাক আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সহ জনপ্রতিনিধি এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
Leave a Reply