দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর মহানগরীর মুছারগাঁও এলাকায় তীর খেলার জুয়ারিদের হামলায় তিনি আহত হন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি সেখানে ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় কবির আহমদ বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন।
সাংবাদিক কবির আহমদ আহত হওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক প্রতিবাদ সভার আয়োজন করে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। সংগঠনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমরানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মো আফতাব উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের ডেপুটি চিফ রিপোর্টার অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার এম আহমদ আলী, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার খালেদ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দফতর ও পাঠাগার সম্পাদক এম এ খালিক, সদস্য শিপন আহমদ, শরীফ আহমদ ও দৈনিক সংগ্রামের ফটো সাংবাদিক ফয়ছল আহমদ।
প্রতিবাদ সভায় ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।
এদিকে দাউদপুর মুছারগাঁও সমাজকল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক কবির আহমদের উপর হামলার প্রতিবাদে শনিবার সংগঠনের উদ্যোগে মুছারগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
Leave a Reply