সিলেট মহানগর পুলিশের উত্তর বিভাগের মাসিক অপরাধ সভা বুধবার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) বিভূতি ভূষণ বানার্জি, উত্তর বিভাগের কোতয়ালি, জালালাবাদ ও এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনারবৃন্দ এবং অফিসার ইনচার্জ সহ তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ।
সভায় নভেম্বর মাসে সংঘটিত অপরাধ সংক্রান্তে রুজুকৃত মামলা, ওয়ারেন্ট তামিল, সাক্ষী হাজির, মূলতবি মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি এবং থানাগুলোতে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের জন্য নানাবিধ প্রতিরোধমূলক ব্যবস্থা সংক্রান্ত আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।
অপরাধ দমন, অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী সনাক্তকরণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে বিশেষ ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ কোতয়ালি মডেল থানা জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো নূরুল হুদা আশরাফীকে উত্তর বিভাগের পক্ষ থেকে অভিনন্দন ও ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া অভিনন্দন ও সম্মাননা প্রদান করা হয় গর্বিত পিতা পুলিশ কর্মকর্তা মো হারুন মিয়া ও মা নাজমা বেগমকে, যাদের অনুপ্রেরণা ও চেষ্টায় তাদের সন্তান মো আল আমিন ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অনার্স ১ম বর্ষে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।
Leave a Reply