সিলেট সদর উপজেলায় ক্রীড়া উন্নয়ন ও তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে গঠিত সদর উপজেলা স্পোর্টস একাডেমির ২০২০-২০২৩ মেয়াদের কার্যকরী কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় মইয়ারচর সোনাতলায় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ওলিউর রহমানের পরিচালনায় এতে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, ফুটবল ক্যাম্পের উদ্বোধন ও একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সহ সভাপতি নূরুল আমিন, সহ সভাপতি এম রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রুমন ও ইদ্রিছ আলী।
Leave a Reply