সদর উপজেলা পরিষদের অর্থায়নে কান্দিগাঁও ইউনিয়নে বিনামুল্যে বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কুহিনূর বেগম। অরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব তোফায়েল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মজিদ, শাহনূর আলম, ছইল মিয়া, সাবাজ আহমদ, মুহিবুর রহমান, কছির উদ্দিন কাঁচা মিয়া, সদস্য সাচ্চা মিয়া, দুলাল মিয়া, আব্দুল জাহির মিয়া, মহিলা সদস্য খোশতেরা বেগম, আঙ্গুরা বেগম, রুমা আক্তার প্রমুখ। পরিচালনায় ছিলেন উপজেলা উদ্ভিদ কর্মকর্তা ফজলুল হক।
Leave a Reply