সিলেট সদর উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কান্দিগাঁও ইউনিয়ন দল চ্যাম্পিয়ন ও খাদিমপাড়া ইউনিয়ন দল রানার্সআপ হয়েছে।
মঙ্গলবার বিকেলে শাহী ঈদগা সদর উপজেলা মাঠে অনুষ্ঠিত ফাইনালে কান্দিগাঁও ইউনিয়ন দল ১-০ গোলে খাদিমপাড়া ইউনিয়ন দলকে পরাজিত করে।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বারাকা পাওয়ার ও মাহা ফ্যাশন হাউসের সহযোগিতায় এর আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতিসংঘে সাবেক রাষ্ট্রদূত ড এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। সভপতিত্ব করেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি নজমুল ইসলাম এহিয়া। পরিচালনায় ছিলেন, সম্পাদক ওলিউর রহমান।
Leave a Reply