সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক মো রফিকুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আত্মত্যাগের মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত থাকতে হবে।
রেঞ্জ পরিচালক ছোট ছোট বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে মানুষের কল্যাণে ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করার আহবান জানান।
বৃহস্পতিবার সিলেট মহানগরীর আখালিয়ায় আনসার-ভিডিপি জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট সদর উপজেলা পর্যায়ের মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপক মো শাহাব উদ্দিন, সিলেট রেঞ্জ এম আই রুমের চিকিৎসক মামুন পারভেজ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো মাহমুদুল হক। এছাড়া বার্ষিক কাজের প্রতিবেদন পেশ করেন, সদর উপজেলা প্রশিক্ষক, আনসার কামন্ডার ও ইউনিয়ন দলপতি-দলনেত্রীগণ।
সার্কেল অ্যাডজুট্যান্ট আবু সাহাদৎ মোহাম্মদ এনামুল হক মতবিনিমিয় সভা সঞ্চালন করেন।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ কাজের জন্য বাইসাইকেল, ছাতা এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বই প্রদান করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply