সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ জন কৃষকের মধ্যে ধানের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা কার্যালয়ে প্রাঙ্গণে ধানের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন, বিএডিসির উপ পরিচালক সুপ্রিয় পাল। আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কুহিনূর বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরোধ চন্দ্র দাস, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল, যুবলীগ নেতা আজাদুর রহমান সামাদ, আবুল হাসনাত প্রমুখ।
Leave a Reply