সিলেটের সদর উপজেলায় পীর শাহ (চাঁন্দ) কামরুজ্জামান (র) স্মৃতি পরিষদের উদ্যোগে আজিমুশ্বান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হযরত শাহপরাণ (র) মাজার সংলগ্ন জামানিয়া দরবার শরীফে পীরে কামেল শাহ (চাঁন্দ) কামরুজ্জামান (র) নক্শে বন্দী মোজাদ্দেদিয়া ইব্রাহিমী মনোওরী ও তার সহধর্মিনী হযরত ছুরেতুন্নেছা (র) ও বড় সাহেবজাদী হযরত আমিনা খাতুন বাবলীর (র) বার্ষিক ইসালে ছওয়াব উপলক্ষে ১৫তম আজিমুশ্বান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন জালালপুর জালালিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা জ উ ম আব্দুল মুনইম মনজালালী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোবারক উল্লাহ আজাদী ও মুফতি এম এ মজিদ হবিগঞ্জী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (র) মাজারের সাধারণ সম্পাদক সামুন মাহমুদ খান, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান রানা ও মোহাম্মদ আখতারুজ্জামান আখতার।
Leave a Reply