নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সিলেটের জমিনের উপদেষ্টা সম্পাদক ও সিলটিভির প্রধান নির্বাহী আল আজাদ বলেছেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সত্যিকার অর্থে নীতি-নৈতিকতায় অবিচল সাংবাদিক হয়ে উঠাও বড় চ্যালেঞ্জ। তাই সবার পক্ষে এ পেশায় টিকে থাকা সম্ভব হয়না।
শনিবার দুপুরে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিষয়ক স্বল্পমেয়াদী কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট মহানগরীর অদূরে বটেশ্বরে মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান গাজী সাইফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপ রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী ও পরিচালক প্রশাসন তারেক ইসলাম। সঞ্চালনায় ছিলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোতাছিম বিল্লাহ।
প্রধান অতিথি সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ বলেন, সাংবাদিকতা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। সংবাদমাধ্যম এবং সাংবাদিকের সংখ্যাও অনেক বেড়েছে; কিন্তু এ পেশায় গুণগত মান প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। এর কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণের অভাব। এক্ষেত্রে সিলেট অঞ্চলে মেট্রোপলিটন ইউনিভার্সিটি অত্যন্ত সাহসী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে স্বল্পমেয়াদী হলেও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনার সুযোগ সৃষ্টি করেছে।
তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকতা বিষয়ে এই স্বল্পমেয়াদী কোর্সটি খুব শিগগিরই পূর্ণাঙ্গ কোর্স হিসেবে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।
তিনি বলেন, পেশাজীবী সাংবাদিকদের মধ্যে শহরকেন্দ্রিক কিছু সাংবাদিকের সুযোগ-সুবিধা বাড়লেও অন্যরা বিশেষ করে গ্রামীণ সাংবাদিকরা এখনো চরম বঞ্চনার শিকার। এই বৈষম্য অবশ্যই দূর করতে হবে।
প্রধান অতিথি এই স্বল্পমেয়াদী কোর্স সম্পন্নকারীদেরকে লব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা যথাযথভাবে কাজে লাগিয়ে সিলেট অঞ্চলে শতবর্ষের সাংবাদিকতার বহমান ধারাকে আরো বেগবান করার আহ্বান জানান।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে জানান, শৈশবে তার মুখেই তিনি সাংবাদিক শব্দটি শুনে এবং সাংবাদিকদের প্রতি বঙ্গবন্ধুর আন্তরিকতা দেখে এই পেশার প্রতি আকৃষ্ট হন।
আল আজাদ বলেন, জাতির পিতা সাংবাদিকদের খুব ভালবাসতেন।
বিশেষ অতিথি মিহিরকান্তি চৌধুরী বলেন, সাংবাদিকরা গণমানুষের কথা বলেন। একজন প্রকৃত সাংবাদিক কখনো নীতি-আদর্শ বিসর্জন দিতে পারেন না। ধন-সম্পদে হৃষ্টপুষ্ট হওয়ার চেয়ে মানুষের ভালবাসায় ধন্য হন।
বিশেষ অতিথি তারেক ইসলাম সাংবাদিকতা বিষয়ক স্বলমেয়াদী কোর্সের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে গাজী সাইফুল হাসান বলেন, সাংবাদিকতার সঙ্গে আইনের সম্পর্ক অত্যন্ত গভীর। তাই প্রত্যেক সাংবাদিককে আইন সম্পর্কে যেমনি ভাল ধারণা রাখতে হবে তেমনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
Leave a Reply