ছবি, ক্যালিওগ্রাফি, বইয়ের প্রচ্ছদ, সায়েন্স ফিকশন, গোয়েন্দা কাহিনী, তথ্যচিত্র, সংগীত-কোথায় নেই তিনি? ছবির চিত্রনাট্য থেকে সংগীত সব জায়গায় যার বিচরণ-তিনি সত্যজিৎ রায়।
মঙ্গলবার ছিল বাংলা চলচ্চিত্রের এই পথিকৃতের জন্মদিন। কিংবদন্তীর ৯৬ তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ‘কিংবদন্তী সত্যজিৎ’ শীর্ষক বিশেষ পোস্টার প্রকাশ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবি চলচ্চিত্র সংসদ। এতে সত্যজিৎ রায়ের অবয়ব ফুটে উঠেছে তারই সৃষ্টিকর্মের মাঝে। সন্ধ্যায় সংগঠনের ওয়েব ঠিকানায় ‘কিংবদন্তী সত্যজিৎ’ প্রকাশিত হয়।
১৯২১ সালে কলকাতার গড়পারে জন্ম সত্যজিৎ রায়ের। পূর্বপুরুষের ভিটা ছিল বাংলাদেশের কিশোরগঞ্জে। তার বাবা বাংলা সাহিত্যের অমর দিকপাল সুকুমার রায়। দাদাও সাহিত্যের আরেক পথিকৃৎ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
লেখাপড়া শেষে বাণিজ্যিক চিত্রকর হিসেবে কর্মজীবন শুরু করলেও চলচ্চিত্রকার হিসেবে নিজেকে চেনাতে শুরু করেন। সত্যজিৎ রায় বিখ্যাত পরিচালক জঁ রনোয়ার সঙ্গে ভারতে চলচ্চিত্রে কাজ করেন। এরপর বিদেশ ভ্রমণে গিয়ে ভিত্তরিও ডি সিকার ‘বাইসাইকেল থিভস’ দেখে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হন। প্রথম চলচ্চিত্র তৈরি করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস অবলম্বনে একই নামে। এরপর একের পর এক চলচ্চিত্র নির্মাণ করে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ হিসেবে স্বীকৃতি পান।
অসংখ্য পুরস্কারের পাশাপাশি ‘অস্কার’ সম্মাননা তার জীবনের সেরা স্বীকৃতি। বাংলা চলচ্চিত্রের এই দিকপাল নির্মাণ করেছেন ‘অপু ট্রিলজি’, ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘জলসাঘর’, ‘নায়ক’, ‘দেবী’, ‘তিন কন্যা’, ‘কাঞ্চনজঙ্ঘা’, ‘চারুলতা’, ‘জনঅরণ্য’ ও ‘হীরক রাজার দেশে’র মতো ছবিগুলো।
Leave a Reply