জুড়ী থেকে সংবাদদাতা : ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার, ২ মার্চ(১৮ ফাল্গুন) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় ভোটার দিবস-২০২৪ দিয়ে পালিত হলো।
এ উপলক্ষে জুড়ী উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুড়ী উপজেলা নির্বাচন অফিসার মো মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো মাহমুদুল আলম খান, উপজেলা মৎস্য অফিসার মো মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মিজানুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্রধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, দৈনিক সমকালের জুড়ী প্রতিনিধি বেলাল হোসাইন ও জুড়ী থানার এএসআই বিপ্রেস দাস। আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট দেশ গড়তে স্মার্ট ভোটার হতে হবে।
উপজেলা নির্বাচন অফিসার মো মোস্তাফিজুর রহমান সবাইকে সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার অনুরোধ জানান।
Leave a Reply