নিজস্ব প্রতিবেদক : ভ্যাট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ, দাখিলপত্র প্রদান ও মূসক ৬.৩ ইস্যুসহ সকল ধরনের আইনি সহায়তা দিতে সিলেটে দুদিনের ভ্যাট বুথ চালু হচ্ছে।
মঙ্গলবার সকাল ১১টায় মহানগরীর জেল রোডে সিলেট চেম্বার ভবনে ভ্যাট বুথ উদ্বোধন করা হবে।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বোর্ড রুমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের আবগারি ও ভ্যাট বিভাগ আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম এবং আবগারি ও ভ্যাট বিভাগ সিলেটের বিভাগীয় কর্মকর্তা মো সোলাইমান হোসেন। সভাপতিত্ব করবেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ।
সিলেট জেলায় মঙ্গলবার ও বুধবার ৭টি ভ্যাট বুথ চালু থাকবে।
Leave a Reply