গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা চেয়াম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, সক্রিয়ভাবে গ্রাম আদালত পরিচালিত হলে থানায় সবধরনের মামলা কমবে।
তিনি আরো বলেছেন, প্রতিটি ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধি ও প্যানেল কোর্টকে স্বচ্ছতা ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তরিকভাবে গ্রাম আদালত পরিচালনা করতে হবে।
বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্টের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মুখ্য অংশীজনদের ভূমিকা’ শীর্ষক দিনব্যপী আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, তফসিলভুক্ত আইনের ধারা ও উপধারাগুলোকে ব্যাখ্যা সহ রপ্ত করতে পারলে গ্রাম আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম ও গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন।
আলোচনায় অংশগ্রহণ করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, আব্দুস সালাম, এস কামরুল হাসান আমিরুল, আমিনূর রহমান চৌধুরী, খালেদ আহমদ ও মাহবুব আহমদ সহ ইউপি সদস্য এবং এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধি। আলোচনায় ফ্যাসিলেটরের ভূমিকা পালন করেন ব্লাস্টের জেলা সমন্বয়কারী সাহিদা সুলতানা, উপজেলা সমন্বয়ক শহিদুর রহমান ও ইউএনডিপির জেলা প্রতিনিধি খন্দকার রবিউল আউয়াল নাসিম।
Leave a Reply