নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব ক্যাম্পাসে যেতে হবে। আর ফ্ল্যাট বা বিপণি বিতাণে থাকা যাবেনা।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর উপকণ্ঠে বটেশ্বরে মেট্রোপলিটন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে নির্মিত প্রথম প্রশাসনিক ভবন ও এনআরবিসি ব্যাংক শাখার উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, সিলেটে ইতোমধ্যে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরু করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির গভর্নিং বডির চেয়ারমম্যান ড তৌফিক রহমান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কুয়েতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আসহাব উদ্দিন ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল এস পারভেজ।
Leave a Reply