সুবর্ণা হামিদ : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ বলেছেন, চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও সহযোগিতায় সেনা সদস্যরা সরকার ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন।
রবিবার দুপুরে সিলেটে বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ত্রাণ বিতরণ ও সেনাবাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণকালে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
সেনা প্রধান বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় নিয়োজিত সেনা সদস্যরা বানভাসি মানুষকে উদ্ধারের পাশাপাশি খাদ্য ও চিকিৎসা দিয়ে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়াও যা প্রয়োজন তা দেওয়া হবে। ঢাকা, সাভার, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চল থেকে সেনাবাহিনী আরও সদস্য আসছেন। এরপরও অনেককে প্রস্তুত রাখা হবে।
সেনাপ্রধান বলেন, এই বন্যা সম্পূর্ণ অপ্রত্যাশিত। কেউ প্রস্তুত ছিলনা। তবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সম্মিলিতভাবে কাজ চলছে।
তিনি বলেন, এই বন্যা দুয়েকদিনে যাবেনা। খানিকটা সময় নিতে পারে। এরপর আবার অনেককিছু করার জন্যে প্রস্তুত থাকতে হবে। এজন্যে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। সবাইকে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে।
জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ বলেন, সকল প্রতিকূলতাকে জয় করেই এগিয়ে যেতে হবে।
Leave a Reply