গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো নিজামূল কবীর সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়াতে জেলা তথ্য অফিসগুলোকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেনে।
মঙ্গলবার, ২১ মার্চ সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-এপিএর আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে এপিএএমএস সফটওয়্যারের ব্যবহার, যথাসময়ে প্রমাণকসহ স্ব-মূল্যায়ন প্রতিবেদন তৈরি ও প্রচার কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক দুদিনের প্রশিক্ষণ কর্মশালায় ভিডিওকলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় মহাপরিচালক আরও বলেন, সকল প্রকার প্রচার কার্যক্রম বাস্তবায়নে সকলকে আন্তরিক হতে হবে।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক হাছিনা বেগম, উপপরিচালক ফাহিমা জাহান, চট্টগাম জেলা তথ্য অফিসের পরিচালক মো আজিজুল হক নিউটন ও সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন।
বুধবার, ২২ মার্চ কর্মশালা শেষ হবে। তথ্য বিবরণী
Leave a Reply