NATIONAL
Chief Adviser Professor Dr Muhammad Yunus said that the interim government is committed to holding elections within the stipulated time frame
সংবাদ সংক্ষেপ
সিলেটে ছিনতাইকারী দলের সদস্য আক্তার হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ শীতলপাটির উন্নয়নে কাজ করতে হবে সকলকে : বালাগঞ্জে জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ অধিকার আদায়ে লড়াই করতে হবে : শাল্লায় এনসিপি নেতা অনিক রায় জনতার বাজারে ৪ টেলিভিশন সাংবাদিকের ক্যামেরা ভাংচুর ও মোবাইল ছিনতাই সিলেট চেম্বারের প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজারে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের ইফতারি ও ঈদ উপহার বিতরণ গোয়াইনঘাটে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিকে ঢাকায় গ্রেফতার করেছে র‌্যাব আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা প্রতিহত করা হবে : নাসির উদ্দিন পাটোয়ারী দিরাই রিপোর্টার্স ইউনিটির আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চা শ্রমিকদের মানবেতর জীবন থেকে মুক্তি দিতে যথাযথ উদ্যোগ নিবে বিএনপি : খন্দকার মুক্তাদির সিলেটের জৈনপুরে মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে বার্ষিক পূজা শুরু ৪ এপ্রিল গাজায় ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের মিছিল-সমাবেশ বিয়ানীবাজার থেকে বিদেশী মদ সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ দিরাইয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত নবীগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন হয়েছিলো ২২ মার্চ || এবার কোনো কর্মসূচি নেই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত || ঈদের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন

সকল পেশার শীর্ষজনদের উপস্থিতিতে জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

  • শনিবার, ৩ জুন, ২০১৭

সিলেটের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মহানগরীর কুমারপাড়ায় মালঞ্চ কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি ওয়েছ খছরু। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ ও প্রধান প্রতিবেদক মতিউল বারী চৌধুরী খুরশেদের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত বুরহান উদ্দিন (র) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ নাসির উদ্দিন।
ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও পেশাজীবী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামানব সেলিম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী, বিএমএর মহাসচিব ডা ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সহ সভাপতি ডা মোর্শেদ আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, জেলা জাসদের সভাপতি কলমদর আলী, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সিকন্দর আলী, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী।
প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান,  সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার, পুলিশ সুপার মো মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, র‌্যাব-৯ এর উপ অধিনায়ক মেজর জামশেদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুজ্ঞান চাকমা, এসএমপির অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুস, ডিজিএফআইর সহকারী পরিচালক মো মনির উদ্দিন, জ্যেষ্ঠ জেলা সুপার মো ছগির মিয়া ও এনএসআই সিলেটের সহকারী পরিচালক মো তারিকুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব,  জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আব্দুর জব্বার জলিল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, বিএমএ সিলেট শাখার সভাপতি ডা রোকন উদ্দিন আহমদ, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম ও আব্দুর রকিব তুহিন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট চেম্বারের পরিচালক মুশফিক জায়গীরদার, ব্লাস্ট সিলেটের কো-অর্ডিনেটর ইরফানুজ্জামান চৌধুরী, সাংবাদিক কলামিস্ট আপ্তাব চৌধুরী, ইলক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ূম, মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি জাফর চৌধুরী, জেলা পরিষদের সদস্য শামীম আহমদ, এ জেড রওশন জেবীন রুবা ও সহল আল রাজী, সিলেট চেম্বারের সভাপতি সহ সভাপতি লায়েছ উদ্দিন, সিলেট ক্যাবল সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক আডভোকেট জুনেল আহমদ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা আরমান আহমদ চৌধুরী শিপলু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শংকর দাস, সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম রশিদ আহমদ, সিলেট সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম খান সায়েক ও সিলেটের সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, দৈনিক উত্তরপূর্বর বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, চ্যানেল নাইনের নিজস্ব প্রতিবেদক দেবাশীষ দেবু, দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাস, দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, চ্যানেল আইর ব্যুরো প্রধান সাদিকুর রহমান সাকি, বাংলানিউজ ২৪ এর ব্যুরো প্রধান নাসির উদ্দিন, দৈনিক আলোকিত সময়ের ব্যুরো প্রধান শাব্বির আহমদ ফয়েজ, মাই টিভির বিভাগীয় প্রধান গাজী মো জাফর ছাদিক কয়েছ, জিটিভির ব্যুরো প্রধান বিলকিস আক্তার সুমি, বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান মাইনুল হাসান টিটু, এটিএন বাংলা ইউকের ব্যুরো প্রধান শফিকুল ইসলাম শফি প্রমুখ।
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মঈন উদ্দিন, সহ  সাধারণ সম্পাদক এস সূটন সিংহ, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, দফতর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য ইমরান আহমদ, রজত কান্তি চক্রবর্তী ও নূরুল হক শিপু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest