জাফলং, শ্রীপুর ও ভোলাগঞ্জ সহ সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে হয়েছে।
সোমবার দুপুরে এই স্মারকলিপি দেওয়া হয়। এর আগে জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, জেলা ট্রাক, পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, ১৭টি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করা হয়।
এতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের সকল পাথর কোয়ারি বন্ধ থাকায় প্রায় ৬ লাখ শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। ব্যাংক ঋণ নিয়ে অনেক ব্যবসায়ীও বিপাকে। তাই ৭২ ঘণ্টার মধ্যে জেলার সকল পাথর কোয়ারি খুলে দেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এছড়া আগামী বুধবার জাফলং মামার দোকানে মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করা হয়।
সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতারা বক্তৃতা করেন।
Leave a Reply