মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল বিটিআরআই গেস্ট হাউসে জেলা প্রশাসক মো তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা বৈঠক শেষে পরিবহণ মালিক ও শ্রমিকরা দুই দিন ধরে চলা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবি সরাইল রিজিওন্যাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত, ডেপুটি কমান্ডার খালিকুজ্জামান, পুলিশ সুপার মো শাহ জালাল, শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার জাকির হোসেন, মেজর মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুল রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, সিলেট বিভাগীয় পরিবহণ শ্রমিক ফেডারেশন সভাপতি সেলিম আহমদ ফলিক ও জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সঞ্জিত কুমার দাশ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক মো তোফায়েল ইসলাম জানিয়েছেন, জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে মৌলভীবাজার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
Leave a Reply