বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সকল নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে চলমান রাখতে পারলে দেশকে এগিয়ে নিতে পারবো। দেশের মানুষকে নিরাপদ রাখতে পারবো।
মঙ্গলবার (২৬ নভেম্বর/১১ অগ্রহায়ণ) সিলেটে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী তৃতীয় বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচার পালালেও দেশে তাদের ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।
তারেক রহমান বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন করা সকল দলের পক্ষ থেকে ৩১ দফা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রকাঠামোর অধিকাংশই আছে। আরো যত প্রস্তাব আসবে তা যুক্তি সংগত হলে যুক্ত করা হবে।
তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে ৩১ দফা নিয়ে আলোচনার পর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে। বইয়ে অনেক কিছু সুন্দরভাবে লেখা থাকে,; কিন্তু তা বাস্তবায়ন করতে হয় মানুষকে। তাই ভালো নিয়ত থাকলে ভালো কিছু করা যায়।
তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্র চলার পথে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। গত ১৬ বছরে বহু মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন। জুলাই-আগস্টে দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে এই প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব হবে।
সিলেট মহানগরীর শাহী ঈদগা এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছের সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে সঙ্গে দলের নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ কয়েক নেতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রশিক্ষণে প্যানেল আলোচক ছিলেন, ডা মওদুদ আলমগীর, ডা মহিউদ্দিন আলমগীর পাবেল, মাহবুবা হাবিবা, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি ও রেহানা আক্তার রানু।
এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন, বিএনপির যুগ্মমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক খন্দকার আনিসুর রহমান তালুকদার, নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) আব্দুস সাত্তার পাটোয়ারী, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুশদি লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির ও ড এনামুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা সাখাওয়াত হাসান জীবন, সহসম্পাদক শাম্মী আক্তার ও আব্দুর রাজ্জাক, নির্বাহী কমিটির সদস্য ডা শাহরিয়ার হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মৌলভীবাজার জেলা আহবায়ক ফজলুল হক ময়ুন, সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব।-বাসস