সিলেট মহানগরীর সওদাগরটুলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আব্দুল কাহির। প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। । স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলী হোসেন হাসনু। বিশেষ অতিথি ছিলেন সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আ ফ ম কামাল, সিটি কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শাহানারা বেগম ও সংবর্ধিত মুক্তিযোদ্ধা নজমুল হোসেন। সংগঠনের সদস্য ফয়জুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুস সাত্তার, মো দিলওয়ার হোসেন, বাবর আহমদ, গুলজার আহমদ, আব্দুল মতিন, কয়ছর আহমদ ও শাহীন হোসেন। কোরআন থেকে তেলাওয়াত করেন আকরাম হোসেন স্বপন।
সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা নজমুল হোসেনকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply