সাংস্কৃতিক প্রতিবেদক : প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অপ্রতুল বরাদ্দের প্রতিবাদে সিলেটের সংস্কৃতিকর্মীরা সমাবেশ করেছেন।
রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে এই সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম ও উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি এনায়েত হাসান মানিক। পরিচালনায় ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
বক্তারা সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
Leave a Reply