সাংস্কৃতিক প্রতিবেদক : জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সিলেটে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এই প্রতিবাদী সমাবেশ করা হয়।
সংগঠনের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আরশ আলী। সহ সভাপতি মাধব রায়ের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিষ্ট পার্টির প্রবীণ নেতা বীরেন্দ্র দেব, জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সিকন্দর আলী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, উদীচীর ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি উত্তম কুমার চৌধুরী ও লাক্কাতুরা শাখার সাধারণ সম্পাদক কাজল গোয়ালা।
Leave a Reply