নিজস্ব প্রতিবেদক : সিলেটে সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র শারদা স্মৃতি ভবনে সংস্কৃতিকর্মীদের উপর হামলার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত বাদি হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি দিয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মামলাটি দায়ের করেন।
এতে আসামিদের চিহ্নিত করা না হলেও হামলাকারীরা বিএনপি কর্মী ছিল বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পৌণে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন সংস্কৃতিকর্মী আহত হন।
Leave a Reply